ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪,   আষাঢ় ২৪ ১৪৩১

মৌলভীবাজারের বিষ্ময়বালিকা দেয়ালিকা চৌধুরী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

দেয়ালিকা চৌধুরী। মাত্র ছয় বছর বয়সী এই কন্যাশিশু অনর্গল বলতে পারে ১৯৫টি দেশের নাম। পাশাপাশি এসব দেশের রাজধানী ও মুদ্রার নামও তার জানা। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন ফুল-ফল, সবজির ইংরেজি নামও বলতে পারে এই ক্ষুদে শিক্ষার্থী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ব্যবসায়ী দেবাশীষ চৌধুরী আর গৃহিণী সুম্মিতা দম্পতির মেয়ে দেয়ালিকা চৌধুরী। 

মাত্র ছয় বছর বয়সী এই বিস্ময়-শিশু পৃথিবীর ১৯৫টি দেশের রাজধানী ও মুদ্রার নাম বলতে পারে। সেই সাথে জানে দেশি-বিদেশি বিভিন্ন শাক-সবজি, ফুল-ফলের ইংরেজি নাম। 

ক্ষুদে এই শিক্ষার্থীর স্বপ্নটা অনেক বড়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে সে। বড় হয়ে দেশের নেতৃত্ব দেয়ার স্বপ্ন তার। 

মেয়ে দেয়ালিকার এমন প্রতিভায় খুবই উচ্ছসিত বাবা-মা। স্বপ্ন দেখছেন, বড় হয়ে তাদের মেয়ে দেশকে দেবে অনেক কিছু।  

দেয়ালিকার মা সুস্মিতা দত্ত বলেন, যখন থেকে সে কথা বলা শূরু করে, তখন থেকে তার শেখার এবং জানার আগ্রহটা খুব বেশি। তাকে আমরা কথনো বসে শেখাইনি, আনন্দের সঙ্গেই সে এগুলো শিখেছে।

 দেয়ালিকা পড়ছে স্থানীয় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের নার্সারি বিভাগে। প্রতিভাবান এই শিক্ষার্থীকে নিয়ে দারুণ আশাবাদী শিক্ষকরাও।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, আমরা আশাবাদি এই শিক্ষারর্থী একদিন অনেক বড় হবে, এবং তার এই প্রতিভা, মেধা সমাজ ও দেশের জন্য ব্যাবহার করবে।

এমএম/