ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শিরোপা জয়ের পরই উদযাপন করতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ০৯:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল

কোনও রকম অঘটন ছাড়াই এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আসরে প্রথমবারের মতো সেমি-ফাইনাল খেলতে নামা ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো আসরের ফাইনাল নিশ্চিত করেন গোল রব্বানী ছোটনের শিষ্যরা। 

তবে এমন জয়ের পরও দলের মধ্যে দেখা যায়নি বাড়তি কোনও উচ্ছ্বাস! ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এর কারণটাও ব্যাখ্যা করলেন ছোটন।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনাল নিশ্চিত করা। মেয়েরা সেই আশা পূরণ করেছে। এখন লক্ষ্য শিরোপা জেতা। সেটা হলেই সেলিব্রেশন (উদযাপন) করব।’

ছোটন বলেন, ‘পুরো আসরজুড়েই মেয়েরা ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তিন ম্যাচেই ভালো ব্যবধানে জিতেছি আমরা। পুরো শক্তি দিয়েই খেলেছি। আজ সাবইকে পরখ করে দেখা হয়েছে। যে যখন নামবে সেরাটাই দিবে। মেয়েরাও তা দিয়েছেও। কৃতিত্ব দেবো খেলোয়াড়দের। প্রত্যেকটি ডিপার্টমেন্টেই দুর্দান্ত খেলেছে। সব বিভাগেই সমানতালে যুদ্ধ করেছে। লক্ষ্য ছিল প্রথম ১৫ মিনিটের মধ্যে গোল করে ম্যাচকে সহজ করে নেয়া। তবে কত গোল করব তা নির্ধারণ করিনি। কারণ জানতাম পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে গোল আসবে। আমাদের কাছে জেতাটাই জরুরী ছিল। ঢাকা থেকে আসার সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম ফাইনালে যাবো।’

কোচ বলেন, ‘আমরা ভালো কিছু করার স্বপ্ন দেখতাম এবং ২০১৬ সালে আমাদের সভাপতি (বাফুফে) বলেছিলেন, ভালো কিছু করতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ২০১৬ অক্টোবরে ক্যাম্প শুরু হয়। ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ এর ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছি। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান আমাদের গ্রুপে ছিল। আমরা সেখানে খেলেছি। প্রতিনিয়ত অনুশীলনের মধ্যেই ছিল মেয়েরা। ফেডারেশন সহযোগিতা করেছে, সেইসঙ্গে টেকনিক্যাল কোচিং স্টাফরাও কঠোর পরিশ্রম করেছে। সবচেয়ে বেশি অবদান আমার মেয়েদের। সারা বছর তারা অনুশীলন করেছে।’

এদিকে, ভারতীয় আধিপত্যের অবসান ঘটিয়ে ফাইনালে সাবিনাদের সঙ্গী হয়েছে নেপাল। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় স্বাগতিকরা। 

আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতবিহীন ফাইনাল ম্যাচ।

এর আগে, এবারের সাফে এ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ ব্যবধানে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। 

অপরদিকে, বি গ্রুপ থেকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে ভুটান এবং ৬-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে।

এনএস//