ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শ্রেণীকক্ষ পাটের গুদাম বানানোর অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পাটের গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে প্রধানশিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।

এ নিয়ে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সম্প্রতি তার ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় আমিরপাড়া বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একটি কক্ষে পাট রাখা হয়েছে। আর সেই পাটের গুদামেই চলছে পাঠদান কার্যক্রম।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন তিনি। তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, ওই প্রধানশিক্ষক বেশ কিছুদিন ধরে স্কুলের কক্ষ নিজের পাট রেখে গুদাম হিসেবে ব্যবহার করছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধানশিক্ষক হাসেম আলী মুঠোফোনে বলেন, “তিনি শ্রেণীকক্ষে পাট রাখেননি। বৃষ্টির কারণে ওই এলাকার এক কৃষক পাট রেখেছিলেন। চেয়ারম্যানের সঙ্গে তার বিরোধ থাকায় তিনি স্কুল পরিদর্শনে এসে পাটের ছবি তুলে অভিযোগ করেছেন।”

এএইচ