ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ফিটনেস ঠিক রাখতে গিয়ে চোট, মুশফিকের হাঁটুতে ৬ সেলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফিটনেস ঠিক রাখতে জিমে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের মুশফিকুর রহিম। সেখানে চোটে পড়ে হাঁটুতে ছয় সেলাই লেগেছে অভিজ্ঞ এই ব্যাটারের।

শনিবার সকালে শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন মুশফিক। সেই জায়গায় ছয়টি সেলাই লেগেছে মুশির। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, চোট কাটিয়ে উঠতে তার অন্তত এক সপ্তাহ লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামেই কাটাতে হবে মুশফিককে। আপাতত খেলা না থাকায় কোনো ম্যাচ মিস করতে হবে না তাকে।

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। আর তারই প্রস্তুতিতে নিয়মিত মিরপুরে অনুশীলনে আসেন মুশফিক। সময় মতো সুস্থ হয়ে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে প্রথম রাউন্ড থেকেই খেলতে চান মুশি। 

কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আর নভেম্বরের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দল আসার আগে টি-টোয়েন্টি ছাড়া কোনো খেলা নেই বাংলাদেশের। তাই জাতীয় দলের খেলায় মুশফিকের চোটের কোনো প্রভাব পড়বে না।

এএইচ