ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

৪৫ মিনিটেই শেষ হল আইফোন ১৪ সিরিজের সব হ্যান্ডসেট! কোন দেশে?

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

দুবাইতে মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে আইফোন ১৪ সিরিজের সব হ্যান্ডসেট। ডিভাইজটি কিনতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন শত শত ক্রেতা। জরুরি স্যাটেলাইট সংযোগ ও গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণের মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এই হ্যান্ডসেটে।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে গত ৭ সেপ্টেম্বর বাজারে ছাড়ে আইফোন-১৪ সিরিজের চারটি সংস্করণের মোবাইল ফোন। গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ ও জরুরী স্যাটেলাইট 
সংযোগের প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

আইফোন-১৪ সিরিজের নতুন হ্যান্ডসেট স্যাটেলাইটের মাধ্যমে জরুরি কল পাঠাতে সক্ষম। পাশাপাশি, পনেরো সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে এটি স্যাটেলাইটে বার্তাও পাঠাতে পারবে।

এই সিরিজের ফোনসেট প্রথম যে কয়টি দেশে ছাড়া হয়েছে, তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, এই আইফোন কিনতে দুবাইয়ের শপিং মলসহ বিভিন্ন সেন্টারের বাইরে ভিড় করেছেন শত শত মানুষ।

৪৫ মিনিটে সব হ্যান্ডসেট বিক্রি শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এদের মধ্যে আছেন, ভারতের কেরালা থেকে দুবাই ছুটে যাওয়া একজন।

এসবি/