জবির ৯ শিক্ষার্থী বহিষ্কার
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৮ জনকে এক সেমিস্টার (৬ মাস) এবং একজনকে দুই সেমিস্টার (১ বছর) বহিষ্কার করা হয়। এছাড়াও তিন জনের কোর্স বাতিল ও একজনের খাতা পুনর্মূল্যায়নের আদেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল একুশে টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “রোববার বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির ৬০তম সভার সিদ্ধান্ত রোববারের সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়।”
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আফসানা আক্তার, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম, ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. রাফসান শরিফ, মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, একই বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের হুমায়ুন রশিদ, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসফিয়া তাসনিম, ২০২০-২১ শিক্ষাবর্ষের সানজানা ইসলাম হাফসা ও নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জোবায়ের ইসলাম তাকিদ। এদের সবাইকে ১ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের সাইয়েদা মনোয়ারা খাতুন ২ সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন।
এছাড়া মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের তামান্না ইসলাম তন্বী এবং একই বিভাগ ও সেশনের সানজানা হাই সারা এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম হাসান আকিবের কোর্স বাতিল করা হয়েছে।
অপরদিকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুশরাত জাহান উর্মির খাতা তৃতীয় পরীক্ষক কর্তৃক পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
এএইচ