ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জিএম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা রওশনপন্থীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

কথায় কথায় র্শীষ নেতাদের অব্যাহতির প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির রওশনপন্থীরা।

রোববার বিকালে জেলা সমবায় মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের টি.এ মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবাঞ্চিত ঘোষণা করেন বক্তরা।

সমাবেশে রওশনপন্থী গ্রুপের আহবায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মো. ফিরুজ খান, আবদুল আজিজ, যুগ্ন সদস্য সচিব সৈয়দ এজাজ আহমেদ জীবন, আজিম খান বাবু ও জালাল উদ্দিন ভূইঁয়া। 

এই সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির রওশনপন্থী গ্রুপের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শরিফ, শান্তা ইসলাম, মো. জামাল মিয়া, মো. জসিম, ফরিদ সরকার, জামাল মিয়া, রশিদ মিয়া, আলমগীর মিয়া, আতাউর রহমান ও মনির প্রমুখ।

এই সময় বক্তরা বলেন, জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত দুইবাবের জাতীয় সংসদ সদস্য এবং জনপ্রিয় নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অগণতান্ত্রিকভাবে পার্টি থেকে অব্যাহতি জিএম কাদেরের সেচ্ছাচারিতা। রাতের অন্ধকারে চেয়ারম্যানের পদ দখল করে জিএম কাদের পার্টিকে আজ ধ্বংসের দারপ্রান্তে দাঁড় করিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন তারা। 

বক্তরা আরও বলেন, এই অবস্থায় এরশাদ-প্রিয় জাতীয় পার্টির তৃর্ণমূল নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না। অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না হলে কর্মীরা দাতভাঙ্গা জবাব দিবে। 

এই সময় বক্তরা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবাঞ্চিত ঘোষণা করেন।

এএইচ