ফের লঘুচাপের সৃষ্টি, থেমে থেমে বৃষ্টি মোংলায়
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
আবারও উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে মোংলায়। তবে আকাশ কখনও মেঘাচ্ছন্ন কখনও রৌদ্রজ্জল।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রোববার বিকালে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। তবে এর ফলে সোমবারসহ আগামী দুই-তিনদিন মোংলাসহ উপকূলীয় এলাকায় মাঝারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আরএমএ