ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নোবিপ্রবিতে প্রভাষকবৃন্দের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সদ্য যোগদানকৃত প্রভাষকবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। 

অনু্ষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার ও অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান। দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কোর্সের রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন, বিআইএম এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম আমিনুর।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, ‘ট্রেনিং সবসময়ই দক্ষ জনবল তৈরিতে সহায়তা করে। নিজেদের স্কিল ডেভলপ করতে হবে, তখনই বিভিন্ন সূচকে আমরা এগিয়ে যেতে পারব। কর্মক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা সাধনই হবে আমাদের মূল লক্ষ। এই প্রশিক্ষণ নবীন শিক্ষকদের পেশাগত ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।
কেআই//