ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রনির অবস্থা উন্নতির দিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পাওয়া গেছে সেগুলো এখন উন্নতির দিকে। আশা করা হচ্ছে দ্রুতই তার আরও উন্নতি ঘটবে। এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, “আমরা মঙ্গলবার তার ড্রেসিং করিয়েছি। আগের চেয়ে এখন ভালো আছে। এক সপ্তাহ পর আবার ড্রেসিং করা হবে।”

তিনি বলেন, “আমরা তার রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পেয়েছি সেগুলো এখন উন্নতির দিকে। আশা করি, দ্রুতই আরও উন্নতি ঘটবে।”

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, “দগ্ধ রোগীদের ক্ষেত্রে আমি বলি যতদিন হেঁটে বাসায় না যাবে ততদিন বলা যাবে না যে- ভয় নেই। কারণ পোড়া রোগীদের শরীরে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়।”

তিনি বলেন, “রনির হাতে একটু বেশি ক্ষত রয়েছে। গত কয়েকদিনে শরীরের যেমন উন্নতি হচ্ছে এভাবে উন্নতি ঘটলে আশা করা যায় আগামী ৪ সপ্তাহ লাগবে ভালো হতে।”

এদিকে দগ্ধ পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানের (৩১) অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
এসএ/