ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মিয়ানমার সীমান্তের ঘটনা কূটনীতিকদের জানালো সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের কাছে মিয়ানমার সীমান্তের ঘটনা তুলে ধরেছে সরকার।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার কূটনীতিকদের ব্রিফিং করা হয়।

ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সদের ব্রিফিং করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যডমিরাল (অব.) খুরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ভারত, রাশিয়া প্রভৃতি দেশের কূটনীতিকরা।

কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যডমিরাল (অব.) খুরশেদ আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা সীমান্তের পরিস্থিতি কূটনীতিকদের জানিয়েছি।”

তিনি বলেন, “মিয়ানমারের গোলা এসে আমাদের এখানে এসে পড়বে। আমাদের জানমালের ক্ষতি করবে। আমাদের লোকরা ধান ক্ষেতে যেতে পারবে না। গরু-বাছুর নিয়ে বাইরে যেতে পারবে না। এটা তো চলতে দেওয়া যায় না। সে কারণে আমরা কূটনীতিকদের জানিয়েছি- মিয়ানমার এ অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করে যেন কোনো ধরণের ফায়দা লুটতে না পারে।”

খুরশেদ আলম বলেন, “কূটনীতিকরা আমাদের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বিষয়টি তাদের ক্যাপিটালে অবহিত করবেন বলেও জানিয়েছেন।”

ব্রিফিংয়ে সম্প্রতি মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ভারী কামানের গোলা এবং মর্টার শেল নিক্ষেপের ঘটনা তুলে ধরা হয়। একই সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ ঘটনায় তলবের বিষয়টিও জানানো হয়।
এসএ/