ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

অরক্ষিত রেলক্রসিং, অল্পতেই ঘটে ভয়ঙ্কর বিপদ! (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

সিরাজগঞ্জে এখনও অরক্ষিত ১৬টি রেলক্রসিং। অনুমোদনহীন আরও ১০টি। ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন ও অগণিত মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বঙ্গবন্ধু সেতু থেকে ঈশ্বরদী পর্যন্ত ৪৬টি রেলগেটের ৩০টিতে থাকলেও বাকি ১৬টিতে নেই গেটম্যান। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে আরো ১০টি। কেবলমাত্র সতর্কীকরণ সাইনর্বোড টানিয়েই দায়িত্ব সেরেছে কর্তৃপক্ষ। কর্মরত জনবলের কথা বলতে নারাজ দায়িত্বপ্রাপ্তরা।

জিআরপি থানার তথ্যমতে, জেলায় দীর্ঘ ৯৮ কিলোমিটার এই রেলপথে চলতি বছরেই ২০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২১ জনের। তিন বছরে ছোট-বড় ৬১টি দুর্ঘটনায় প্রাণ হারান আরও ৭১ জন।

গেটকিপারদের দাবি, ট্রেন চলার সময় তাদের নির্দেশনা মানতে চান না বেশিরভাগ মানুষই। এতেই বাড়ছে দুর্ঘটনার হার।

রেলক্রসিং এলাকায় সভা করে স্থানীয়দের চলাচলে সচেতনতার পরামর্শ দেয় রেলপুলিশও। তবুও অসচেতনতায় প্রাণ হারায় অনেকে।

২০১৯ সালের ১৬ জুলাই উল্লাপাড়া উপজেলার অরক্ষিত পঞ্চক্রোশি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মাইক্রোবাসের ১১ যাত্রী। এরপর পশ্চিমাঞ্চল রেলওয়ে একসাথে ২১টি রেলক্রসিংয়ে গেটম্যান দিলেও অরক্ষিতগুলো রয়ে গেছে আগের মতোই।

এনএস//