পটুয়াখালীতে সাংবাদিক লিটুর উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
পটুয়াখালীতে নিউজ২৪ ও বিডি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত অবস্থায় লিটুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সেতুর দক্ষিণ প্রান্তে মেঘনা পরিবহনের একটি বাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
ইতিমধ্যে হামলাকারীদের সনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সাংবাদিক লিটু ঢাকা থেকে মঙ্গলবার বিকালে মেঘনা পরিবহনের একটি বাসে পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে বাসের মধ্যে হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায় এক সন্ত্রাসী। হামলায় মাথা কেটে গেলে তিনি মারাত্মক আহত হন।
পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এই জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স। তারা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে রয়েছে বলে জানান তিনি।
এএইচ