মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট (ভিডিও)
মুহাম্মদ নূরন নবী, একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০১:১৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মেট্রোরেলের নিরাপত্তা দেবে পুলিশের বিশেষ ইউনিট। মন্ত্রণালয়-দপ্তরের অনুমোদনে গঠনপ্রক্রিয়া এগিয়েছে অনেকটা। তবে, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার মতো তল্লাশি হবে মেট্রোস্টেশনগুলোতে।
কোনো স্বতন্ত্র বিশেষায়িত প্রতিষ্ঠানের নিরাপত্তায় আলাদা বাহিনী থাকার রেওয়াজ দেশে দেশে। এখন মেট্রোযুগে বাংলাদেশ। নিরাপত্তার ইস্যু-প্রাধান্য পাচ্ছে মেট্রো পরিচালনায়।
মেট্রো অবকাঠামো ও যাত্রীর নিরাপত্তায় বিশেষায়িত এমআরটি পুলিশ ইউনিট গঠন করছে পুলিশ সদর দপ্তর।
১২ জন কর্মকর্তাসহ ৮শ’ ৯ জন সদস্যের নেতৃত্বে থাকবেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, “যাতে কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের চ্যালেঞ্জ না থাকে এজন্য বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে।”
ছোটখাটো বিষয়গুলোরও সার্বক্ষণিক মনিটরিংয়ে ক্লোজসার্কিট ক্যামেরা এবং সেন্সর বসানো থাকবে অবকাঠামোর সব পর্যায়ে। যাত্রী চলাফেরা অবাধ রেখেই প্রযুক্তির সর্বাধিক সহায়তা নিয়ে কাজ করবে পুলিশ।
এম এ এন সিদ্দিক আরও বলেন, “সাড়ে তিন মিনিট পর পর প্রতিটি স্টেশনে দুই থেকে আড়াইশ’ লোক উঠে আসবে একটা ট্রেনে। অপরদিক থেকেও এরকম লোক উঠবেন। এরকম স্থায়ী কোনো স্কিলিং ব্যবস্থা কোনো গণপরিবহনে নাই।”
দেশের প্রথম মেট্রো এমআরটি লাইন সিক্সের নিরাপত্তায় এই প্রস্তুতি। উড়াল ও পাতাল মিলিয়ে অন্য পাঁচটি মেট্রোর বাণিজ্যিক চলাচল শুরু হলে চাহিদামতো কৌশলেরও পরিবর্তন আসবে।
এএইচ