ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ডেঙ্গু: আরও ১ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ৪৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৫:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  

এমএম/