ইউক্রেনে হামলা জাতিসংঘের মূলনীতির নির্লজ্জ লঙ্ঘন: বাইডেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে- ইউক্রেনে রাশিয়ার হামলা জাতিসংঘের সনদের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন।
জাতিসংঘের ৭৭তম অধিবেশনের বক্তব্যে বাইডেন এই যুদ্ধকে নৃশংস এবং অপ্রয়োজনীয় বলেও বর্ণনা করেন।
তিনি বলেন, “পুতিন বুধবার ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্য পরমাণু হুমকি দিয়েছেন।” সারা বিশ্বকে রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডগুলো নজরে রাখার জন্য আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “একমাত্র মস্কোর সরকার ছাড়া কেউই সংঘাত চায় না।” এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার ভাষায়, ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণা করেন।
জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে এবং ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের জনগণকে রক্ষা করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।” মঙ্গলবার এই অঞ্চলগুলো রাশিয়ায় যোগদানের বিষয়ে দ্রুত গণভোট আয়োজনের ঘোষণা করেছে।
পুতিন জোর দিয়ে বলেন, “এই সৈন্য সমাবেশে রিজার্ভ সৈন্যদের ডাকা হবে।” পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে তারা তার দেশকে ধ্বংস করতে চায়, ঠিক যেমন ভাবে তারা সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করেছিল।
সূত্র: বিবিসি, ইউএন নিউজ
এসএ/