ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৬ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যাওয়া দুটি পরিবারের শিশুসহ ৬ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছে। ট্রাভেল পারমিটের মাধ্যমে আড়াই বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা দুই পরিবারের মধ্যে রয়েছে দুজন পুরুষ, দুজন নারী ও দুই শিশু। তারা বাগেরহাট ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ভারতে যাওয়া শিশুসহ ৬ বাংলাদেশি নারী-পুরুষকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আইনী সহায়তা দিতে যশোর জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, “ভাল কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে তারা ভারতে যায়। সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে জেলে পাঠায় ভারতীয় পুলিশ। 

আড়াই বছর কারাভোগ শেষে তাদেরকে আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় ভারতীয় একটি মানবাধিকার সংস্থা।  পরে সেখান থেকে তারা দেশে ফিরে আসেন।

এএইচ