ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাফুফে লাগেজ সঠিক অবস্থায় বুঝে নেন: বিমানবন্দর কর্তৃপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

সাফ জয়ী নারী ফুটবলারদের লাগেজ চুরির অভিযোগের বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘‘গতকাল কাঠমান্ডু-ঢাকা রুটের বিজি-৩৭২ ফ্লাইটটি ১৩:৪২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ব্যাগেজ ৮নং ব্যাগেজ বেল্টের মাধ্যমে ৪টা ১০ মিনিটে অত্যন্ত গুরুত্বসহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ডেলিভারি দেয়া হয়।’

‘এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেয়ার সময় লাগেজ হতে কোন কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।’’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাফুফের প্রতিনিধিগণ লাগেজগুলো দুইটি কাভার্ড ভ্যানে উত্তোলনপূর্বক এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করেন। এয়ারপোর্টস্থ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এয়ারপোর্টে বর্ণিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। উল্লিখিত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

নেপালে সাফ মিশন শেষ করে বুধবার দুপুরে দেশে ফেরা নারী ফুটবল দলের তিন সদস্যের লাগেজ থেকে অর্থ চুরির অভিযোগ পাওয়া যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষ্ণা রানি, সানজিদা ইসলাম ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ ভেঙে অর্থ চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠে।

কিন্তু এই অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বলে জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এসি