অপরিকল্পনায় ম্লান, ঐতিহ্যের ঘ্রাণ (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রাস্তাঘাট, বাড়িঘর কিংবা দোকানপাট সবই অপরিকল্পিত। বহুবার বহুজনে বললেও অন্ধকার কাটেনি ঐতিহ্যবাহী পুরোন ঢাকার। হরহামেশাই ঘটছে বিচিত্র দুর্ঘটনা।
চারশ’ বছরের পুরোন ঢাকার বেশ কিছু মহল্লায় এখনো ঐতিহ্যের ঘ্রাণ।
হোক না সে সরু গলি কিংবা নাই থাকলো সুদৃশ্য চওড়া রাস্তা। তবে যা আছে তাতে স্বস্তি কিংবা শান্তি কোনোটিই নেই। কারণ সারাক্ষণই জট লেগে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
চলতি পথের একজন বলেন, "যখন একটা দুর্ঘটনা ঘটে তখন সরকার উদ্যোগ নেয়, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি ঠাণ্ডা হলে আবার সব আগের মত হয়ে যায়।"
রাস্তাগুলি চলাচলের উপযোগী করতে অবৈধ দোকান সরানোর কথা হয়েছে বহুবার। সরু গলির যত্রতত্র ফেলে রাখা আবর্জনা দূর করতেও প্রকল্প নিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু কথার সঙ্গে কাজের মিল পায়নি পুরোন ঢাকার মানুষ।
বকেজন পথচারী বলেন, "কারখানাই বেশি পুরান ঢাকায়, এই কারখানা গুলো যদি এক জাযঘায় না রেখে বিভিন্ন জেলা কেন্দ্রিক করা হয় তাহলে হয়তো সুফল পাওয়া যাবে।"
আরেকজন বলেন, "সরকারি লোকজন আসে তদন্ত করে কিন্তু কিছুদিন পরেই আবার সব আগের মত হয়ে যায়।"
আগুন লেগে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায়শই। ছোটখাট দুর্ঘটনা প্রতিদিনের সঙ্গী ব্যবসায়ীদের। তারপরও নিস্তার নেই।
দিনে যেমন সচল তেমনি রাতভর জেগে থাকে পুরোন ঢাকার বেশ ক’টি এলাকা। শুধু পরিকল্পনার অভাবে ঐতিহ্যের এলাকাটি হয়ে ওঠে অসহনীয়, অবর্ণনীয় দুর্ভোগের মহল্লা।
এসবি/