পর্যটকদের জন্য দুয়ার খুলল ভুটান, বেড়েছে খরচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
করোনা ভাইরাস মহামারীর মধ্যে দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভুটান তার আন্তর্জাতিক সীমানা আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করার জন্য পর্যটনের দিকে ঝুঁকছে দেশটি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভুটানে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক থাকায় ভারতীয়দের জন্য পুনরায় খোলার বিষয়টি আরও বেশি তাৎপর্য বহন করে। ২০২০ সালে ভুটানে ২৯ হাজার ৮১২ পর্যটকের মধ্যে প্রায় ২২ হাজার ২৯৮ জন ভারতীয় ছিলেন।
পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন এনেছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে দুইশত ডলার করা হয়েছে।
২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় ভুটান। করোনার প্রথম কেস শনাক্ত হওয়ার পরই দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেশটির আয়ের অন্যতম উৎসই পর্যটন। তাই দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ভুটানকে।
এসএ/