ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

অবশেষে স্বরূপে সাকিব, সহজ জয়ে দুইয়ে গায়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

এবারের সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে নেমে বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে টানা দুই ম্যাচেই গোল্ডেন ডাক মারেন সাকিব। যাতে শিকার হন নানা সমালোচনার। তবে তৃতীয় ম্যাচেই টাইগার দলপতি ফিরলেন স্বরূপে। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও ছড়ালেন দ্যুতি। তাতেই সহজ জয়ে দুইয়ে উঠে বসল তার দল গায়ানাও। 

গায়ানার প্রভিডেন্সে শনিবার রাতে নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ দ্যুতি ছড়ান বাংলাদেশ অধিনায়ক। আর সাকিবময় এক ম্যাচে সহজ জয় তুলে নিয়ে পাঁচ নম্বর থেকে টেবিলের উঠে বসল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় ত্রিনবাগো।

ম্যাচে ব্যাট হাতে চার নম্বরে নেমে ২৫ বলে একটি ছক্কা ও চারটি চারের মারে ৩৫ রান করার পর বল হাতে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সঙ্গে সরাসরি থ্রো করে উইকেট ভাঙেন ক্যারিবিয় অধিনায়ক নিকোলাস পুরানের উইকেটটিও। আর তাতেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে দেয় গায়ানা।

এ নিয়ে সাকিব দলটিতে যোগ দেয়ার পর টানা তিন ম্যাচেই জয় পেল গায়ানা। মোট ৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে বসলো দলটি।

সাকিব ছাড়াও এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৪২ বলে ৬টি চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে চারে নামা সাকিবের ব্যাট থেকে।

এছাড়াও অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ এবং ওডেন স্মিথ করেন ২২ রান। নাইট রাইডার্সের পক্ষে সুনিল নারিন ২৩ রানে নেন ২টি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার বোলারদের তোপে টিকতে পারেনি ত্রিনবাগো। যদিও প্রথম উইকেট জুটিতে ৩২ রান তুলে ফেলেছিল দলটি। তবে সাকিব বল হাতে নিয়েই নিজের প্রথম ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে ত্রিনবাগোর বিপদ ডেকে আনেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ত্রিনবাগো আর ম্যাচেই ফিরতে পারেনি। ম্যাচে সাকিব সেইফার্ট ছাড়াও দুই বিগ হিটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের উইকেটও শিকার করেন। এছাড়াও ত্রিনবাগোর আরেক তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরানকে রান আউটে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব।

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন অসাধারণ নৈপুণ্যের জন্য ইএসপিএনক্রিকইনফোর চোখে ম্যাচে সাকিবের মোস্ট ভ্যালুয়েবল পয়েন্টস ছিল ৯৬.৬। ক্রিকইনফোই নয়, এদিন দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন সাকিব আল হাসান।

আগের দুই ম্যাচে কোনও রান না পেলেও ৩টি উইকেট পান টাইগার দলপতি।

এনএস//