টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আরব আমিরাত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের ঝালাই করে নিতে আরব আমিরাত সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টায় শুরু ম্যাচটি। তার আগে টস করতে নেমে বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান টস জিততে পারেনি উল্টো টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত অধিনায়ক সি রিজওয়ান।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল। ২০১৬ সালের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ১৩৪ রানের লক্ষ্য দিয়ে তাদের ৮২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ জেতে ৫১ রানে। শুরুতে টস হেরে বাংলাদেশ ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৩ রান।
এসবি/