ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

দীর্ঘ হচ্ছে লাশের সারি, থামছেনা আহাজারি

শতরূপা দত্ত

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০৯:৫৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

দেড় মাস আগে বিয়ে হয়েছিল হিমালয়-বন্যার। দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার কথা ছিল। কিন্তু নৌকাডুবি বন্যার সব স্বপ্ন উলটপালোট করেছে। নিজে প্রাণে বাঁচলেও স্বামী হিমালয় এখনো নিখোঁজ। পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ভয়াবহ এই নৌ দুর্ঘটনায় কেউ হারিয়েছেন পরিবারের সাত সদস্য, কেউ হারিয়েছেন স্ত্রী-সন্তান, কেউবা স্বামী। 

করতোয়ার পাড়ের বাড়িগুলোতে এখন কান্নার রোল, স্বজন হারানোর আহাজারি। একসাথে চার সদস্যের মৃত্যু বাকরুদ্ধ করে দিয়েছে পরিবারটিকে। 

পরিবারের বয়জ্যেষ্ঠ এক সদস্য জানান, তার ভাতিজি আর ভাতিজি বউ ডুবে মারা গেছেন। 

আরেক পরিবারের ছেলে, মেয়ে এবং ছেলের বউ এখনো নিখোঁজ বলে জানান স্বজনরা। 

শুধু এই পরিবারটিই নয়, একাধিক সদস্য হারিয়েছেন এমন অনেক পরিবার।

এক পরিবারের সাত সদস্য এখনো নিহত, যেকরে হোক লাশগুলো অন্তত উদ্ধার করে দেওয়ার দাবি জানান স্বজনরা। 

মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছিলো হিমালয়-বন্যার। নৌকাডুবিতে বিচ্ছেদ হয়েছে তাদের ঘর বাঁধার স্বপ্ন। পরনের শাড়ি খুলে ফেলে নিজেকে বাঁচান বন্যা। তবে খোঁজ মেলেনি স্বামী হিমালয়ের।

বন্যার বাবা বলেন, "মেয়ে অনেক কষ্টে প্রাণে বেঁচে ফিরেছে, তবে জামাইকে এখনো পাইনি।"  

স্বজনহারা মানুষের আহাজারিতে আজো ভারি করতোয়ার পাড়। উদ্ধার অভিযানে উঠে আসছে একটার পর একটা মরদেহ। স্বজনের মরদেহের সন্ধানে নদীর পাড়ে ঘুরছেন উদভ্রান্ত মানুষ।

প্রশাসনের কাজ শুরুর আগেই সেদিন ডুবে যাওয়া মানুষকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। এখনো প্রশাসনের উদ্ধার অভিযান নিয়ে ক্ষোভ রয়েছে তাদের মনে।

স্বজনহারা একজন বলেন, "স্থানীয়রা পর্যন্ত উদ্ধার কাজে ঝাঁপায়ে পড়ছে কিন্তু প্রশাসনের লোকজন ঠিকমত উদ্ধার অভিযান চালাচ্ছে না।" 

মহালয়ার দিন স্থানীয় বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা পূণ্যস্নান করে পূর্বপুরুষের স্মৃতিতে তর্পন করেন। রোববার এই মন্দিরে যাওয়ার পথেই করতোয়া নদীতে ডুবে যায় নৌকাটি।

এসবি/