আমিরাতকে হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
জয়ের ধারা অব্যাহত রেখে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করার লক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম ম্যাচটি জিততে বেশ বেগ পেতে হয়েছে টাইগারদের।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত আটটায়।
দুর্বল আমিরাতের বিপক্ষে রোববার রাতে প্রথম ম্যাচে বলতে গেলে বেগ পেয়েই জিততে হয়েছে বাংলাদেশকে। দলের পারফরমেন্স মোটেই আশানুরুপ ছিলো না। তাই দ্বিতীয় ম্যাচে পারফরমেন্সের উন্নতি ঘটানো লক্ষ্য টাইগারদের।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে অনুশীলনের পাশাপাশি দুই ম্যাচের এই সিরিজ খেলছে বাংলাদেশ। আইসিসি সহযোগী দেশ আরব আমিরাত প্রথম ম্যাচে তরুণ দল নিয়েও লড়াই তুমুল জমিয়ে তোলে। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত শেষ ওভারে ৭ রানের জয় পায় বাংলাদেশ।
গত বিশ্বকাপের পর থেকে ১৪ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের মাত্র তৃতীয় জয় ছিল এটি।
ম্যাচের পর মেহেদী মিরাজ বলেন, “কঠিন পথে এসেছে বলেই এই জয়ের ওজন বেড়ে গেছে অনেক। আমাদের একটা জয় খুব দরকার ছিল। এই আত্মবিশ্বাস কাজে লাগবে বিশ্বকাপে।”
দ্বিতীয় ম্যাচে দলের লক্ষ্যের কথাও জানালেন মিরাজ। বলেন, “দেখুন, এখানে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্যই এখানে এসেছি। সবশেষ দুই-তিন দিন এখানে অনুশীলন করেছি, ম্যাচ খেলেছি। আমাদের যে ছোট ছোট সমস্যা ছিল বা ভুল ছিল, সেই ভুলের পরিমাণ যেন কমিয়ে নিয়ে আসি। সেটাই আমরা চেষ্টা করছি এবং পরের ম্যাচে প্রয়োগের চেষ্টা করব।”
ম্যাচ শেষে আফিফ বলেন, “কিছু সিনিয়র খেলোয়াড় না থাকলেও, আমাদের ওপর কোন বাড়তি চাপ নেই। আমাদের সবসময় সেরা একাদশই থাকে। আশা করি, পরের ম্যাচেও রান করতে পারবো।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে দু’বারের মুখোমুখিতে শতভাগ জয় বাংলাদেশের। সবমিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে টাইগারদের জয় আছে ৪৬টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।
আমিরাত সফরে বাংলাদেশ দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
এএইচ