ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এবার নেপালের মুখোমুখি জামাল ভূঁইয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

সাফ ফুটবল টুর্নামেন্টে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই নেপালের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। 

সাবিনাদের সাফ জয়ের মঞ্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় প্রীতি ম্যাচে নেপাল জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

মেয়েরা নেপালকে হারিয়ে সাফ জিতেছে। জামালরা কি পারবে নেপালকে হারাতে? কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। তাই তো সাবিনাদের অসাধারণ সাফল্য  জামালদের ওপর বাড়িয়েছে চাপ।

কাঠমান্ডু জয়ে রাঙাতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়ার বিপক্ষে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে রিকোভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আবহাওয়াও অনুকূল। ছেলেরা ম্যাচ জেতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে।”

কোচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “কম্বোডিয়ায় ম্যাচ খেলে এসেছি এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আমরা। আমাদের আত্মবিশ্বাস আছে। তবে নেপাল হোম টিম, তাদের আমরা সম্মান করেই খেলতে নামবো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। বলের জন্য লড়াই করতে চাই।”

র‌্যাঙ্কিং বিবেচনায় নিলে হিমালয়ের দেশটি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। অবস্থান ১৭৬তম। আর বাংলাদেশের অবস্থান ১৯২। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড দেখলে লাল-সবুজ দলের জয়ের পাল্লাই ভারি। 

২৩ বারের মুখোমুখিতে ১৩ বার জিতেছে বাংলাদেশ দল। ড্র হয়েছে তিনবার। বিপরীতে হেরেছে সাতটি। সবশেষ ২০২১ অক্টোবরে সাফের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

এএইচ