ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে বর্ণাঢ্য রোড-শো

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে বর্ণাঢ্য রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘীর পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

সভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. মোঃ জালাল উদ্দীন আহম্মেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। 

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোড-শো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ট্যুরিস্ট ক্লাবের সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এএইচ