ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাবিপ্রবির অগ্নিনির্বাপণ যন্ত্র মেয়াদোত্তীর্ণ, বাড়াচ্ছে শঙ্কা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

আগুন নেভানোর কাজে ব্যবহার হওয়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অগ্নি-নির্বাপক যন্ত্রের কোনটিরই মেয়াদ নেই। ফলে অনাকাঙ্খিত যেকোনো অগ্নিদুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, প্রশাসনিক ভবনসহ জনসমাগমপূর্ণ জায়গাগুলোতে অগ্নিদুর্ঘটনায় প্রথম ভরসা অগ্নিনির্বাপক যন্ত্র। আর বিশ্ববিদ্যালয়ের সেই অগ্নিনির্বাপক যন্ত্রগুলোই মেয়াদোত্তীর্ণ অবস্থায় পড়ে আছে ৩ মাসেরও বেশি সময় ধরে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তরের দেয়ালে লাগানো অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ চলতি বছরের ১৭ জুন শেষ হওয়ার পরও সেগুলো রিফিল করার জন্য এখনও সরিয়ে নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

কিছুদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের এরূপ নাজুক অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে শঙ্কা বিরাজ করছে সবার মাঝে। 

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, যেকোনো সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা এবিষয়ে তেমন কিছু জানেন না। তবে কয়েকমাস আগে তাদের বিশ্ববিদ্যালয়ের আইআরটি ভবনে অগ্নি-নির্বাপন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী সোহেল বলেন, “আমাদের ক্যাম্পাস এড়িয়া ছোট হওয়ায় কারণে আগুন নেভানোর মত কোন জলাধার নেই। আবার ভবনগুলো আধুনিক ফায়ার অ্যালার্ম সিস্টেম বঞ্চিত। তাই কোথাও আগুন লাগলে প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রই ভরসা। কিন্তু সেটিরও মেয়াদ শেষ।”

আরএমএ/এএইচ