বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিএসআইএসসি)’র বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই মেলার উদ্বোধন করেন বিএসআইএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
পরে বিএসআইএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন।
মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকিন সংক্ষিপ্ত বক্তৃতায় বিজ্ঞানমনা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্টিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার ভূয়সী প্রশংসা করেন। এ মেলায় প্রদর্শিত প্রজেক্টসমূহের গুণগত মানের অধিকতর প্রশংসা করেন তিনি।
এ ছাড়াও সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথোপপকথন করেন।
এএইচ