ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকায় লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নোট পেপার উপস্থাপন করেন ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদালয়ের প্রধান লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. সঞ্জয় গোজা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক মাসুদা বেগম, লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন এবং হেপাটোবিলিয়ারী সার্জারী ও লিভার ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহছেন চৌধুরী। 

অনুষ্ঠানটিতে সারাদেশ থেকে শতাধিক লিভার বিশেষজ্ঞ, হেপাটোবিলিয়ারী সার্জন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও লিভিার বিভাগের রেসিডেন্টগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম এই এ্যালামনাই এসোসিয়েশনটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের হেপাটোলজির অগ্রগতি সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসোসিয়েশনটির উদ্যোগে ঢাকা ও ঢাকার বাইরে এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে, যার মাধ্যমে এদেশের লিভার বিশেষজ্ঞরা বিদেশি সহকর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পান। 

লিভার বিভাগের রেসিডেন্টদের জন্য এসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়াল ক্লাসের আয়োজন করা হয়, যেখানে বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ ও হেপাটোবিলিয়ারী সার্জনগন নিয়মিত লেকচার নিয়ে থাকেন। তাছাড়া এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সৌহাদ্য স্থাপনের লক্ষ্যে নানা ধরনের পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

বিশ্ব হেপাটাইটিস দিবস এবং আন্তর্জাতিক ন্যাশ দিবস এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী পোস্টার বিতরণ, পথ নাটক, বাউল গান, পালা গান, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মাধ্যমে পালিত হয়। পাশাপাশি এসোসিয়েশনের সদস্যরা প্রিন্ট ও সোস্যাল মিডিয়ায় নিয়মিত স্বাস্থ্য বিয়ষক কলাম লেখা ও ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়িয় ফিজিক্যাল ভার্চুয়াল টকশোসমূহে অংশ নেয়ার মাধ্যমে লিভার ডিজিজ বিষয়ে জনসচেতনতার সৃষ্টিতে একদিকে যেমন ভূমিকা রেখে চলেছেন, তেমনি কোভিড-১৯ প্যান্ডেমিক যখন তুঙ্গে ছিল তখন তারা এসওপি প্রণয়নের মাধ্যমে একদিকে যেমন সারাদেশে ডায়াগনোস্টিক ও থেরাপীউটিক এন্ডোস্কপি সেবা অব্যাহত রেখেছিলেন।

অন্যদিকে অনলাইনে স্বেচ্ছায় লিভার বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। কোভিড রোগীদের সরাসরি সেবা প্রদান করতে যেয়ে এসোসিয়েশনের সিংহভাগ সদস্য নিজেরাই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাদের কারো কারো রোগ জটিল আকারও ধারণ করেছিল।

উলেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এএইচ