ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডবে অন্তত ১৭ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন ২৬ লাখের বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।
এদিকে ফ্লোরিডার ইতিহাসে ইরান সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করেন তিনি।
ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে বেশ কিছু জায়গায় নজিরবিহীন বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতুসহ বিভিন্ন স্থাপনা।
যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হারিকেন ইয়ান ফ্লোরিডা উপকূলের কাছে চলে আসার পর একটি নৌকা ডুবে ২০ কিউবান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার নাগাদ সাউথ ক্যারোলাইনা উপকূলে পৌঁছাতে পারে ইয়ান।
এসবি/