প্রধানমন্ত্রীর জন্মদিনে বীরাঙ্গনা সুরাইয়ার নাতনিকে ঘর হস্তান্তর
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরঙ্গনা সুরাইয়া খাতুনের নাতনিকে একটি ঘর প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘরের চাবি হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কিবরিয়া হাসান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম ফিরোজ, সিনিঃ যুগ্মসম্পাদক মোঃ আলী আহসান লাবন্য, নির্বাহী সদস্য মোছাঃ ঝিনা খাতুন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ নাদিয়া পারভিন আশা নির্বাহী সদস্য (কেন্দ্রীয়) আরও সদস্য গন উপস্থিত ছিলেন।
এসি