ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গাজীপুরে ৪৫১ মণ্ডপে শুরু শারদীয় দুর্গোৎসব

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

গাজীপুরে উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে ৪৫১টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে নানা আচার ও আনুষ্ঠানিকতায় পূজারীরা ব্যস্ত সময় পার করছেন। 

শনিবার সকালে ষষ্ঠ দি কল্পারম্ভ, দেবী বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ৬ষ্ঠী পূজা শুরুর মাধ্যমে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব শুরু হয়েছে।

পূজামণ্ডপে কাসর ঘন্টা, শঙ্খ, ঢাক ঢোল, উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলো। এবার পূজায় নিরাপত্তার জন্য নিজস্ব উদ্যোগে মণ্ডপে সিসিটিভি লাগানো হয়েছে। প্রশাসনের লোকজনের সঙ্গে নিজস্ব স্বেচ্ছাসেবকও রয়েছে। 

এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ সকল ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 

এএইচ