ভাঙ্গন রক্ষা ব্লক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার (ভিডিও)
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০১:১৪ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ঠাকুরগাঁওয়ের বোয়ালিয়ায় শুখ নদীর ভাঙ্গন রক্ষা বাঁধ নিমার্ণের ব্লক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ হয়ে একাধিকবার কাজে বাধাও দেন স্থানীয়রা। তবুও কোনো প্রতিকার হয়নি। তবে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
চলতি বছর ৮ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার তিনটি স্থানে নদী ভাঙন রক্ষা বাঁধের কাজ পায় শামিমুর রহমান জামাল হোসেন জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। গেল জুন মাসে দুটি স্থানে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
স্থানীয়দের অভিযোগ, মাটিযুক্ত বালু, ছোট পাথরের জায়গায় বড় পাথর ও ইটের খোয়ার মিশ্রণে ব্লক তৈরি করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরে এলাকাবাসী সেই কাজ বন্ধ করে দেয়া।
এলাকাবাসীরা জানান, “বড় বড় পাথর দিয়ে ব্লক তৈরি করছে, দেখার কেউ নেই। বিল্ডিংয়ের ছাদ হোক ব্রীজ হোক যে কোনো কাজে গোটা পাথর চলে না। এলাকাবাসী হিসেবে আমরা কাজ ভালো যাচ্ছি।”
ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, সব কিছু ঠিক মতো হচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য কাজের মান দেখতে গিয়ে দিলেন দায়সারা জবাব।
ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার আখনুর শেখ বলেন, “ভালো খেলে দু’একটা পড়েই। ওই রকম কিছু থাকতে পারে।”
পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য নূরে আলম বলেন, “গোটা পাথর দিয়ে ডালাই তো হয়ই, অনেক সময় মিক্সার হয়।”
অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “টেস্ট করার আগে কোনো বিল পাবে না।”
এবছরের ডিসেম্বরে বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
এএইচ