ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের উপহার প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। এ দিনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেওয়া শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির এক সদস্য।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে জন্ম নেওয়া ৭ জন শিশুকে পোশাক, টিস্যু, দুধ, স্যাভলন, ফিডারসহ নানা ধরণের উপহার সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবলু হাজরা। 

এছাড়াও এসব শিশুর মায়েদের হাতে তুলে দেন বিভিন্ন প্রকার ফল ও নগদ অর্থ।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা তপু তালুকদার, চঞ্চল শেখ, পলাশ হাজরাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা কর্মী তার সাথে ছিলেন।

উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বিদ্যুৎ রায়ের স্ত্রী দিপু বৈদ্য বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে উপজেলার মুনা ক্লিনিকে তার একটি পুত্র সন্তান হয়েছে। খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য বাবলু হাজরা বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়েছেন।

এ ব্যাপারে বাবলু হাজরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের ব্যক্তিগতভাবে উপহার সামগ্রী দিয়েছি।

এএইচ