ইউরোপের বৃহত্তম পারমাণবিক প্লাণ্ট প্রধানকে ‘অপহরণ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ইহোর মুরাশভ
ইউক্রেনের জাপোরিঝিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক প্লাণ্টের প্রধান ইহোর মুরাশভকে অপহরণ করেছে রাশিয়া। কিয়েভ কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী।
শনিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ককে মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই অপহৃত হন ইহোর মুরাশভ।
ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, ‘ইহোর মুরাশভের গাড়ি থামিয়ে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।’
একইসঙ্গে ইহোর মুরাশভকে অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কোটিন।
তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে মস্কোর তরফ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়। জাতিসংঘসহ পশ্চিমা নেতারা স্পর্শকাতর কেন্দ্রটি থেকে রাশিয়ার সেনাবাহিনীকে দূরে থাকার আহ্বান জানালেও তাতে কাজ হয়নি।
শুক্রবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অধিকৃত অন্য তিন অঞ্চলসহ জাপোরিঝিয়াকেও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেয়ার ঘোষণা দেন। ফলে বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত আর ইউক্রেনের হাতে নেই।
এনএস//