ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

টঙ্গীতে দীর্ঘ যানজটের সৃষ্টি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার এলাকা যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। এতে টঙ্গী এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

রোববার সকাল থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে টঙ্গী এলাকায়। ফলে ঢাকার ভেতরে ঢোকা এবং বের হয়ে যাওয়ার দুই পথেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

আব্দুল্লাহপুর থেকে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, বনানী, কুড়িল প্রগতি স্বরণিজুড়েই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতি, মহাসড়কে খোড়াখুড়ি, ছোট বড় গর্ত, অনেক স্থানে কার্পেটিং না থাকায় মহাসড়কের বেহাল দশায় সড়কটিতে বাড়ছে যানজট। 

এর ওপর গেল রাতভর বৃষ্টি হওয়ায় সড়কে পানি জমে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে দুর্ভোগ। টঙ্গীতে ঢাকামুখি যানবাহনের চাপ রয়েছে একটু বেশি। 

যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা। 

এএইচ