ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

বৃষ্টি থাকতে পারে আরও তিন দিন

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার ভোরে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আরও দুই থেকে তিন দিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দেশের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের দিকে বৃষ্টি কমে যেতে পারে। আগামী দুই থেকে তিন দিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে এই বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে তেমন বৃষ্টি ছিল না। এ সময় শুধু ফেনীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে শুধু ভোলায় ৪ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসবি/