ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

এশিয়ার ক্ষুদ্রতম মা রাজশাহীর মাসুরা বেগম (ভিডিও)

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০১:০০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

স্বামী-সন্তানের সঙ্গে মাসুরা বেগম

স্বামী-সন্তানের সঙ্গে মাসুরা বেগম


উচ্চতা ৩৮ ইঞ্চি। বিয়ে করেছেন, মা হয়েছেন। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার ক্ষুদ্রতম মা রাজশাহীর মাসুরা বেগম। 

মাত্র ৩৮ ইঞ্চি উচ্চতা নিয়েই সাবলিলভাবে করছেন সংসার। বিয়ের প্রায় ১০ বছর পর কন্যা সন্তানের জন্ম দিয়ে এশিয়ার ক্ষুদ্রতম মা হওয়ার গৌরবও অর্জন করেছেন রাজশাহীর পবা উপজেলার বজপুর গ্রামের মাসুরা বেগম। 

২০০৩ সালে মাসুরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন মনিরুল ইসলাম। শারীরিক গঠনে মিল না থাকলেও মনের মিল রয়েছে এই দম্পত্তির।

মাসুরা বেগম বলেন, “যখন সকালে কাজে যাবে তখন আমার রান্নার পানি, গোসলের পানি, বাচ্চার জন্য পানি তুলে রেখে যাবে।”

তাদের আট বছরের মেয়ে মরিয়ম। এরই মধ্যে উচ্চতায় মাকে ছাড়িয়ে গেছে সে। মরিয়মের স্বপ্ন, বড় হয়ে মা-বাবার পাশে দাঁড়ানোর। শিশু মনের এই স্বপ্ন পূরণই একমাত্র চাওয়া তাদের।

মরিয়ম বলেন, “বড় হয়ে আমি লেখাপড়া করে ডাক্তার হবো।” 

মাসুরার স্বামী মনিরুল ইসলাম বলেন, “সরকারের কাছে আকুল আবেদন আমাদের যেন কিছু আর্থিক সহযোগিতা করে।”

রিকশাভ্যান চালিয়ে সংসার চলে তাদের। ভূমিহীন এই পরিবারটির সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা বলেন, “ওনার স্বামীকে যদি একটি কর্ম দেওয়া যেতো তাহলে তাদের ভবিষ্যৎটা ভালো হতো। মেয়েটার জন্য সরকারের কিছু ব্যবস্থা করা উচিত।”

দীর্ঘদিন অন্যের জায়গায় বসবাস করছেন এই দম্পতি। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, “প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে একটি ঘর প্রদান করার একটি সিদ্ধান্ত হয়েছে।”

২০০৬ সালে সন্তান জন্মদিয়ে বিশ্বের প্রথম ক্ষুদ্র মা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্টেসি হেরাল্ড। এরপর এশিয়ার প্রথম ক্ষুদ্রতম মা হওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের মাসুরা বেগম।

এএইচ