জনশক্তি রপ্তানিতে রেকর্ড হতে পারে এবছর (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
জনশক্তি রপ্তানিতে গতি এসেছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত কাজ নিয়ে বিদেশে গেছেন প্রায় ৮ লাখ কর্মী। এরমধ্যে শুধু সৌদি আরবে গেছেন প্রায় পৌনে ৪ লাখ। বাকিদের গন্তব্য আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ পুরোদমে শুরু হলে এবছর জনশক্তি রপ্তানিতে রেকর্ড হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা বলছেন, জনশক্তি রপ্তানি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সে।
দ্রত বাড়ছে জনশক্তি রপ্তানি। চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ৭ লাখ ৮৪ হাজার বাংলাদেশি। যাদের বেশিরভাগই গেছেন মধ্যপাচ্যে। এ সময়ে শুধু সৌদি আরবে গেছেন ৪ লাখ ৭২ হাজার ৫৯৬ জন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, কাতার, কুয়েত এবং লেবানন গেছেন বিপুলসংখ্যক কর্মী।
জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি না হলে জনশক্তি রপ্তানির উর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। এছাড়া মালয়েশিয়ার বাজার খুলে যাওয়ায় সেখানেও কয়েক লাখ কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।
বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার বলেন, "জনশক্তি রপ্তানি করা গেলে রেমিট্যান্সও বৃদ্ধি পায়, আমরা চেষ্টা করবো সবাইকে সমন্বয় করে আরও জনশক্তি করতে।"
এদিকে, গেল সেপ্টেম্বরে মাসে কমেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। এ সময় ১৫৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের দুই মাসে আসে চার বিলিয়ন ডলারের বেশি। অর্থনীতিবিদরা বলছেন, জনশক্তি রপ্তানি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সে।
অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, "স্বস্তির খবর হচ্ছে যে আমাদের জনশক্তি রপ্তানির অনেকগুলো দ্বার খুলে গেছে। সেকারণে দুই তিন মাস পরে আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো বলে আাশা করছি।"
২০২১ সালে মোট ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী বিদেশে যায়। চলতি বছরের আগস্টেই এ সংখ্যা ছাড়িয়ে গেছে।
এসবি/