ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তিন মাস কারাভোগ শেষে স্বদেশে গেলেন ১৩৫ ভারতীয় জেলে

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে স্বদেশে গেলেন ১৩৫ জন ভারতীয় জেলে। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তারা আটক হয়েছিলেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে মোংলার ফেরিঘাট থেকে ৮টি ট্রলারে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশ্যে রওনা হয়ে যান তারা।

এর আগে সকালে বাগেরহাট আদালত থেকে খালাস পেয়ে দুপুরে মোংলায় চলে আসেন তারা। 

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে গত ২৭ জুন ৮টি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর গত ২৮ জুন ৪টি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন ৪টি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী। 

এরপর আটক ওই ১৩৫ জেলেকে বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ। সেখানে দীর্ঘ তিন মাস ৪ দিন কারাভোগের পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদেরকে খালাস দেয় বাগেরহাট আদালত। মুক্ত হয়ে দুপুরেই তারা মোংলায় চলে আসেন। 

বিকাল ৪টার দিকে এফবি মা করুনাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষী নামক ২টিসহ মোট ৮টি ট্রলারে ১৩৫ জন ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশ্যে মোংলার ফেরিঘাট থেকে ছেড়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দার জিৎ সাগর। 

জেলেদের নিতে আসা তাদের স্বজনরাও এ ট্রলারে রওনা হয়ে যান।

এএইচ