ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

পাহাড়ধসে যোগাযোগ বন্ধ, সাজেকে আটকা ৫ হাজার পর্যটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০৩:০৯ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

ভারি বৃষ্টিতে পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় পাহাড়ধসের পর প্রায় পাঁচ হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছেন বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

তিনি বলেন, রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে সড়কের মাটি অপসারণের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

ইউএনও রুমনা আক্তার জানান, সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এএইচএস