ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

পাখিভ্যান ভেঙে সন্তানের মৃত্যু, মা আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যান (ব্যাটারী চালিত ভ্যান) ভেঙে গেলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে শিশুটির মা শান্তা খাতুন (২০) আহত হয়েছেন। 

বুধবার সকাল ৯টায় জীবননগর-দত্তনগর সড়কের হাসেম মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ার মো. রুবেল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তা খাতুন শিশুপুত্রকে নিয়ে পাখিভ্যানযোগে পিতার বাড়ি তেতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসেম মিয়ার চাতালের সামনে পৌঁছালে পাখিভ্যানটির এক্সেল ভেঙে যায়। তখন ভ্যানের উপর থেকে মা ও শিশু আব্দুর রহমান পাকা রাস্তার উপর ছিটকে পড়েন। 

এতে শিশুটির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মা শান্তা খাতুন গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত শান্তা খাতুনকে ভর্তি নেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ