ইজিবাইক ছিনতাই চক্রের তিন আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
তিনি জানান, গত ২৫ মে ভোরে কাজের উদ্দেশ্যে বারুহাস বাজারে যায় ইজিবাইক চালক ইসলাম। ওই দিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরের দিন সকালে বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুরের মাঝখানে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মামলা হয় তাড়াশ থানায়। তদন্তকালে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।
পরে মামলা তদন্তর জন্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ পিবিআই’র সহযোগিতায় টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের মাধ্যমে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পিবিআই’র ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল রানা, মাহবুব মোর্শেদ খান, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল খালেক ও এসআই কামরুল প্রমুখ।
এএইচ