ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। 

স্বাধীনতা-মুক্তিযুদ্ধ-সাম্প্রদায়িক সম্প্রীতি-সম্পদের সুষম বণ্টন ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বিএনএফ সবসময় অবিচল। তাই আসন্ন নির্বাচনে সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলে বাসসকে জানিয়েছেন দলের প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ। 

বিএনএফ প্রেসিডেন্টের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান। 

দলের প্রেসিডেন্টের সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কামাল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. শফিউল্লাহ চৌধুরী আন্দোলন ও এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ ও নুরুল ইসলাম জেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা এডভোকেট উজ্জ্বল।
সূত্র: বাসস
এসএ/