ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নিস্ক্রিয়দের সক্রিয় করতেই জাপার কাউন্সিলের ডাক (ভিডিও)

মাহমুদ হাসানে

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোচাছে চাইছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান এরই মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের ডাক দিয়েছেন। বলেছেন জাতীয়পার্টি পুনর্গঠনের জন্যই এই কাউন্সিল। যারা দল থেকে চলে গেছেন কিংবা নিস্ক্রিয় আছেন তাদের নিয়ে এই কাউন্সিল সফল করার কথাও ভাবছে দলটি। 

জাতীয় পার্টির প্রেসিয়িডাম সদস্যসহ সকল পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয় ১৪ সেপ্টেম্বর। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাঙ্গাকে এই অব্যাহতি প্রদান করেন।

এরপরেই দলের ভিতর দেখা দেয় ভাংঙ্গনের সুর। ভাঙ্গন থেকে দলকে রক্ষা আর  নির্বাচনের আগে দলে স্থিশীলতা ফিরিয়ে আনতে রওশন এরশাদ কাউন্সিলের ডাক দেন। থাইল্যান্ডে চিকিৎসারত অবস্থায় ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। দলে সবাইকে নিয়ে কাউন্সিল করার কথা জানান তিনি। 

বলেন, "কাউন্সিল ডেকেছি, তার অনেকগুলো কারণ আছে। পার্টিকে শক্তিশালী করতে হবে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে। যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তারা সক্রিয় হতে চাচ্ছেন।" 

পরে সাংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন দলের ভাঙ্গর পক্ষে নন রওশন এরশাদ। যারা চলে গেছেন তাদের সবাইকে দলে ফিরিয়ে আনতে চেস্টা করছেন তিনি।

এসবি/