বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
আক্রমণে এসেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। বাবর আজমকে বিদায় করে ভাঙলেন পাকিস্তানের শুরুর জুটি।
অফ স্পিনারের প্রথম বলে হাঁটু গেড়ে সুইপ করেছিলেন বাবর। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় শর্ট ফাইন লেগে। সেখানে কোনো ভুল করেননি মুস্তাফিজুর রহমান।
চারটি চারে ২৫ বলে ২২ রান করেন বাবর।
বেশ কিছু বাউন্ডারি পেলেও পাওয়ার প্লেতে খুব বেশি রান করতে পারেনি পাকিস্তান। তবে বাংলাদেশও পারেনি খুব একটা সুযোগ তৈরি করতে। ৭ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ছিল ৫২।
ম্যাচের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। চমৎকার বোলিংয়ে গতিময় এই পেসার দেন কেবল একটি সিঙ্গেল। পরের দুই ওভারে বাবর আজমের ব্যাটে দুটি করে বাউন্ডারি হজম করেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
প্রথম স্পিনার হিসেবে আক্রমণে এসে দ্বিতীয় বলে ছক্কা হজম করেন নাসুম আহমেদ। সেই ওভারেই ১০ রানে রান আউট হতে পারতেন রিজওয়ান। সাব্বির রহমানের ব্যর্থতায় বেঁচে যান তিনি।
পরের দুই ওভারে রিজওয়ানের ব্যাটে একটি করে বাউন্ডারি হজম করেন তাসকিন ও মুস্তাফিজ। এর মধ্যে তাসকিনের বলে চার হয় ব্যাটের কানায় লেগে, মুস্তাফিজের বলে চমৎকার শটে।
পাওয়ার প্লেতে চতুর্থ বোলার হিসেবে আক্রমণে আসেন নাসুম আহমেদ। দ্বিতীয় বলেই তাকে ছক্কায় স্বাগত জানান মোহাম্মদ রিজওয়ান। এই ওভারেই রান আউট হয়ে যেতে পারতেন তিনি। বেঁচে যান সাব্বির রহমানের ব্যর্থতায়।
বাবর মিডউইকেটে বল পাঠানো মাত্র রানের জন্য ছুটেন রিজওয়ান। রান নেওয়া সম্ভব নয় বুঝে তাকে ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু বল ধরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সাব্বির। রিজওয়ানেরও পা ফস্কে যায়, তবে কোনোমতে জায়গায় পৌঁছাতে পারেন তিনি। সে সময় তার রান ছিল ১০।
ইংল্যান্ডের বিপক্ষে খেলা সপ্তম ও শেষ টি-টোয়েন্টির দল থেকে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। খুশদিল শাহর জায়গায় এসেছেন হায়দার আলি। গতিময় পেসার মোহাম্মদ হাসনাইনের জায়গায় সুযোগ পেয়েছেন শাহনাওয়াজ দাহানি।
ত্রিদেশীয় এ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ:
সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নুরুল হাসান (অধিনায়ক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, শাহনাওয়াজ দাহানি।
এসএ/