ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আবাসিক এলাকায় হচ্ছে গাড়ি চালানোর প্রশিক্ষণ (ভিডিও)

দিপু সিকদার

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার | আপডেট: ০২:৩৮ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

আবাসিক এলাকার সড়কগুলোতে চলছে গাড়ি চালানো শিক্ষার প্রশিক্ষণ।  শিক্ষানবিশের আনাড়ি হাতের ড্রাইভিংয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রাতভ্রমণে আসা পথচারীরা। বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি। দক্ষতা অর্জনের আগেই প্রশিক্ষণের নির্ধারিত স্থান বাদ দিয়ে সড়কেই হাতেখড়ি দিচ্ছে ব্যক্তি পর্যায়ের ড্রাইভিং স্কুলগুলো। 

প্রাতভ্রমণে স্থানীয়রা ছড়িয়ে পড়েন ফুটপাত ধরে। একই সাথে একে একে বের হতে থাকে ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ গাড়ির বহর। সময় গড়ানোর সঙ্গে বাড়ে শিক্ষার্থী এবং কর্মজীবিদের চলাচল। 
 
ব্যস্ততার এই আনাগোনার মধ্যেই ড্রাইভিং প্রশিক্ষণের এই বাহনগুলোর আনাড়ি হাতের বেপরোয়া চলাচল ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষদের। দুর্ঘটনার ঝুঁকিও চোখ এড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের। 

আবাসিক এলাকার রাস্তায় বেপরোয়া এই প্রশিক্ষণ চলাকালে ঘটেছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার জানিয়েও প্রতিকার পাননি। 

কর্তৃপক্ষ বলছে, প্রমাণ পেলেই ব্যবস্থা নেযা হবে। 

বিষয়টি নিয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রাব্বানী বলেন, ইন্সটিটিউটের নাম উল্লেখ করে আমাদের কাছে অভিযোগ দায়ের করা হলে অবশ্যই আমরা বিষয়টি দেখব। আমরা দেখব তারা প্রশিক্ষনার্থীদের যেখানে ট্রইনিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের, সেটা কী এই জায়গা না অন্য জায়গা। তারপর আমরা ব্যাবস্থা নিব। 

এদিকে পুলিশ বলছে, শর্তভঙ্গ করলে আইনী ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের যুগ্ম কমিশনার (দক্ষিণ বিভাগ) মেহেদী হাসান বলেন, যাদের কাছে লার্নার বা অনুমোদনের স্বপক্ষে বৈধ প্রমাণ না পাই তাদের বিপক্ষে আমরা আইনী ব্যবস্থা নিয়ে থাকি। মেইন রোডগুলোতে কিন্তু তাদের আসার কোনও সুযোগ নেই। আসলেই আমরা ট্রাফিকের যেই আইন আছে সেই আইন প্রয়োগ করে থাকি।

আবাসিক এলাকা ছাড়াও ব্যস্ত সড়কগুলোতে চলছে ড্রাইভিংয়ের প্রাথমিক প্রশিক্ষণ। 

এমএম/