ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হল রুমে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রাণীশংকৈল উপজেলার চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে সহস্রাধিক অসহায়, দরিদ্র মানুষকে এ কার্যক্রমের আওয়াতায় চিকিৎসা সেবা দেওয়া হয়।
লন্ডন সোয়ন সি হেল্থ বোর্ড মেডিক্যাল চিকিৎসক ডাঃ বাপ্পি বসাকের নেতৃত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। এসময় প্রভাষক খতিবুর রহমান, শিক্ষক জিয়াউর রহমান, উত্তম বসাক ও অজয় বসাকসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য দেন।
ক্যাম্পে অন্যান্য চিকিৎসকদের মধ্যে রোগীদের সেবা প্রদান করেন, সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের ডা. ভিপি রায়, ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ অলিউল্লাহ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ টাঙ্গাইলের ডাঃ মো. তুষার আলী বগুড়া মেডিকেল কলেজের ডাঃ আব্দুল্লাহ আল মুনিম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ডাঃ উত্তম, এবং মেডিক্যাল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পাবনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বৃষ্টি আক্তার ও মীরপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জ্যোতি।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসকদের উদ্দেশ্যে মেয়র বলেন, এতে একদিকে যেমন এলাকার গরীব আসহায় মানুষ বিনামূল্যে তাদের সেবার সুযোগ পাবেন অপর দিকে চিকিৎসকরা সত্যিকার অর্থে তাদের সেবা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
কেআই//