ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

টেকনাফে দুই কেজি আইস ও ৮০ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৮ অক্টোবর) ভোরে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। 

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার  জানান, টেকনাফ-২ ব্যাটালিয়নের একটি টহল টিম আজ ভোর রাতে টেকনাফের খারাংখালী এলাকায় টহল দেয়ার সময় দুজন মাদক কারবারিকে মিয়ানমার সীমানা থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের প্রান্তে আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় তারা সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। 

পরে বিজিবি সদস্যরা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে, টেকনাফ হোয়াইক্যং চেক পোস্টে একটি ইজিবাইকের সীটের নীচে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এসময় বিজিবি সদস্যদের দেখে ইজিবাইকের চালক পালিয়ে যায়।

এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। 

এএইচ