একটি কুমড়ার ওজন ১ হাজার ৫৮ কিলো!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০২ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
একটি কুমড়ার ওজন কত হতে পারে? ১০ কিলো, খুব বেশি ১৫ কিলো। কিন্তু কখনও শুনেছেন একটি কুমড়ার ওজন ১১৫৮ কিলো?
অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। শুধু তাক লাগানোই নয়, ওজনে এবং বহরেও রেকর্ড সৃষ্টি করেছে এই কুমড়া। খবর আনন্দবাজার পত্রিকা।
আমেরিকার নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস তার ক্ষেতে এই বিশাল কুমড়া ফলিয়েছেন। নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়া। বিশ্বরেকর্ডের কাছে পৌঁছেও একটুর জন্য তা অধরা থেকে গেল স্কটের এই কুমড়ার। স্কটের এই কুমড়ার ওজন ১১৫৮ কিলো। সেখানে ইটালির এক কৃষক ১২২৫ কিলো ওজনের একটি কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড করেছেন।
স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্বরেকর্ড সৃষ্টি করা। তার জন্য দিনরাত এক করে কুমড়োর দেখাশোনা করে গিয়েছেন। তবে বিশ্বরেকর্ড থেকে মাত্র কয়েক কিলো দূরে থেকে সন্তুষ্ট থাকতে হল স্কটকে। তবে এতে আফসোস নেই স্কটের। বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়োর রেকর্ড তারই দখলে। আর তাতেই সন্তুষ্ট তিনি।
এমএম/